মুঠো আজ দিলাম খুলে
যা আছে তা নিয়ে নাও
নিঃস্ব হওয়ার এই তো
সুযোগ
দিতে পারি হাতের রেখা
মুঠো আজ দিলাম খুলে
যা আছে তা নিয়ে নাও
নিঃস্ব হওয়ার এই তো
সুযোগ
দিতে পারি হাতের রেখা
মুঠো আজ দিলাম খুলে
যা আছে তা নিয়ে নাও
নিঃস্ব হওয়ার এই তো
সুযোগ
দিতে পারি হাতের রেখা
আ হা... যা আছে তা নিয়ে নাও
নিঃস্ব হওয়ার...
এই তো সুযোগ
যা আছে তা...
নিয়ে নাও
হিসেব কষতে বোসো না
যাবো কিনা
থাকবো কিনা
যেমন করে হাওয়া বয়
যেমন রাতের পর ভোর হয়
যেমন পাতা ঝরে
যেমন মানুষ মরে
সেই পথে যাও
অঙ্ক ছেড়ে
আজ এসো
কবিতা পড়াও
আআআ.
যা আছে তা নিয়ে নাও
মুঠো আজ দিলাম খুলে
যা আছে তা নিয়ে নাও
No comments:
Post a Comment