Wednesday, 20 December 2017

মুখোশের আড়ালে

ইট-কাঠ পাথরের মুখোশের
আড়ালে, আড়ালে,
বাধা ছিল মন কিছু
স্বার্থের
মায়াজালে, মায়াজালে।

কংক্রিট চার দেয়ালের
বেহিসেবি খেয়ালের,
দেয়ালের, দেয়ালের।

ইট-কাঠ পাথরের মুখোশের
আড়ালে, আড়ালে,
বাধা ছিল মন কিছু
স্বার্থের
মায়াজালে, মায়াজালে।

অচেনা পথের প্রতি
বাঁকে,
হাজার মানুষ মিলে
স্বপ্ন আঁকে।

বিশ্বাসে অন্যের হাতে
হাত রাখে,
স্বপ্ন আঁকে।
ইট-কাঠ পাথরের মুখোশের
আড়ালে, আড়ালে,
বাধা ছিল মন কিছু
স্বার্থের
মায়াজালে, মায়াজালে।

No comments:

Post a Comment

New Post

Mele chaliyan

Mele chaliyan te leke aave chudiyan - 2 vich bava vich hon channa puriyan - 2 hoye ke leja mera guth milke - 2 Ho mele chaliy...

Popular Posts