হাত থেকে বিড়ি পড়ে
যায়
পৃথিবীকে ঘেরা নীল
কাঁচটার দিকে তাকিয়ে
ঠোঁট থেকে চুমু ঝরে
যায়
নিঃস্তব্ধ
নিঃস্তব্ধতার আলো
ছায়া চাঁদ
আর শালবণের ঝরঝর অরণ্যে
আমাদের দুজনের অপলক
বিস্ময়
শিহরণে কাঁপে নির্ঝুম
সন্ধ্যায়
কাঁচ ভেদ করে উঠে
যাওয়া শালের পাতায়
ঝিকিমিকি করে স্বপ্নের
দেশের তারায়
No comments:
Post a Comment