আসলে কিভাবে শুরু হয়ে ছিলসেটা ভুলে গিয়েই হেঁটে গিয়েছি রোজধারালো কিছু নখসারানো কিছু দাঁতদুবেলা আমায় এরা করে যায় খোজ
আমি লিখে রাখি এক-কোণায়আমার প্রিয় কিছু গানের নামএই শূণ্য মিছিলেতুমি সব কিনে নিলেতাই বেঁচে থেকে নেই আরাম
আমি জানি এত শব্দে আসেনা ঘুমতাই জেগে থেকে যারাতাদের গান শোনাতে চাইআমাকে মারতে পাঠিয়ে ছিলে যাদেরতাদের রক্তে মিশিয়ে দিলামরক এন্ড রোল
কবরে হেঁটে যায় জীবিত কিছু লাশতফাত কিছু নেই ফেলে নিঃশ্বাসএরাই টানে রথএদেরি হাতে চাকাঅন্তর্যামী হাসে পুরোটাই ফাঁকা
আমি টিকে আছি কোনমতেএই মৃত শহরের বুকেএই শূণ্যের ভিড়েএই জীর্ণ শরীরেআমি গান গাই কোন সুখে
আমি জানি এত শব্দে ঘুম আসেনাতাই জেগে থেকে যারাতাদের গান শোনাতে চাইআমাকে মারতে পাঠিয়ে ছিলে যাদেরতাদের রক্তে মিশিয়ে দিলামরক এন্ড রোলরক্ত এন্ড রোলরক এন্ড রোল
আমি লিখে রাখি এক-কোণায়আমার প্রিয় কিছু গানের নামএই শূণ্য মিছিলেতুমি সব কিনে নিলেতাই বেঁচে থেকে নেই আরাম
আমি জানি এত শব্দে আসেনা ঘুমতাই জেগে থেকে যারাতাদের গান শোনাতে চাইআমাকে মারতে পাঠিয়ে ছিলে যাদেরতাদের রক্তে মিশিয়ে দিলামরক এন্ড রোল
কবরে হেঁটে যায় জীবিত কিছু লাশতফাত কিছু নেই ফেলে নিঃশ্বাসএরাই টানে রথএদেরি হাতে চাকাঅন্তর্যামী হাসে পুরোটাই ফাঁকা
আমি টিকে আছি কোনমতেএই মৃত শহরের বুকেএই শূণ্যের ভিড়েএই জীর্ণ শরীরেআমি গান গাই কোন সুখে
আমি জানি এত শব্দে ঘুম আসেনাতাই জেগে থেকে যারাতাদের গান শোনাতে চাইআমাকে মারতে পাঠিয়ে ছিলে যাদেরতাদের রক্তে মিশিয়ে দিলামরক এন্ড রোলরক্ত এন্ড রোলরক এন্ড রোল
No comments:
Post a Comment