কত নিঃশব্দ সন্ধ্যায়
যেই ঘরে ফিরতে চাই
আমি দাঁড়িয়ে পড়ি রাস্তায়
কোন শব্দের অপেক্ষায়.?
কত নিঃশব্দ সন্ধ্যায়
যেই ঘরে ফিরতে চাই.!
আমি দাঁড়িয়ে পড়ি রাস্তায়
কোন শব্দের অপেক্ষায়.?
তোমার কিভাবে দিন কাটে?
তোমার কোন স্বপ্নে ঘুম ভাঙে?
কেনো লুকোচ্ছো নিজেকে?
কেনো পালাচ্ছো আড়ালে?
হারাই সময় আমি ফিরতে পারি না
কোনো ঠিকানা আমি চিনতে পারি না
চোরা বালিঘিরে ধরে আমায়
চোরা বালি গিলে ফেলে আমায়!
চোরা বালি ঘিরে ধরে আমায়
চোরাবালি গিলে ফেলে আমায়!
আমি আর পারছি না নিতে
এই নিঃশ্বাস বদলে দাও
আমি কোথায় তলিয়ে যাচ্ছি?
পাশে এসে দাঁড়াও
এই নিঃশ্বাস বদলে দাও
আমি কোথায় তলিয়ে যাচ্ছি?
পাশে এসে দাঁড়াও.!
এভাবে ও ফিরে আসা যায়
যদি ভালবাসা যায়
অদৃশ্য ঈশ্বর এগুলেও
তাকে পরোয়া করো না.!
হারাই সময় আমি ফিরতে পারি না
কোনো ঠিকানা চিনতে পারি না
চোরা বালি ঘিরে ধরে আমায়
চোরা বালি গিলে ফেলে আমায়!
চোরা বালি ঘিরে ধরে আমায়
চোরাবালি গিলে ফেলে আমায়
চোরাবালি ঘিরে ধরে আমায়
চোরাবালি গিলে ফেলে আমায়
No comments:
Post a Comment