একা একা কেন ভাল লাগে না.
কোন কাজে মন কেন বসে
আমার কি হতে কি হয়ে গেল
আনি নিজে তা কিছুই বুঝি
না.
ও... ও.ও
ও.ও...
তোমার চোখেতে প্রেম,
মুখে অভিমান
বুকে আছে ভালবাসা পাহাড়
সমান
তোমার চোখেতে প্রেম,
মুখে অভিমান
বুকে আছে ভালবাসা পাহাড়
সমান
তোমার চোখেতে প্রেম,
মুখে অভিমান
বুকে আছে ভালবাসা পাহাড়
সমান
হে.মনে বড় জ্বালা, করোনা
অবহেলা
মনে বড় জ্বালা, করোনা
অবহেলা.আচ্ছা
সরল এ মন নিয়ে করোনা
খেলা.
চুরি করেছো
হৃদয়.হৃদয়.হৃদয়
চুরি করেছো হৃদয়.
তুমি ছাড়া কেউ নয়
তাই তো তোমায় বড় চেনা
মনে হয়
চুরি করেছো হৃদয়.
তুমি ছাড়া কেউ নয়
তাই তো তোমায় বড় চেনা
মনে হয়
মনেরো আয়নায় বার বার
ভেসে ওঠে
প্রিয়তমা তোমার মুখ
তোমাকে নিয়ে সব গান আর
কবিতা
তোমাকে ঘিরে সব সুখ
মনেরো আয়নায় বার বার
ভেসে ওঠে
প্রিয়তমা তোমার মুখ
তোমাকে নিয়ে সব গান আর
কবিতা
তোমাকে ঘিরে সব সুখ
হে.মনে বড় জ্বালা, করোনা
অবহেলা
মনে বড় জ্বালা, করোনা
অবহেলা.আচ্ছা
সরল এ মন নিয়ে করোনা
খেলা.
চুরি করেছো
হৃদয়.হৃদয়.হৃদয়
চুরি করেছো হৃদয়.
তুমি ছাড়া কেউ নয়
তাই তো তোমায় বড় চেনা
মনে হয়
চুরি করেছো হৃদয়.
তুমি ছাড়া কেউ নয়
তাই তো তোমায় বড় চেনা
মনে হয়
এবার বেঁচে থাকা তোমাকে
নিয়ে তাই
তুমি যে আমার জীবন
আমার আকাশেতে তিমির বলি
চাঁদ
তোমাকে দিয়েছি এ মন
এবার বেঁচে থাকা তোমাকে
নিয়ে তাই
তুমি যে আমার জীবন
আমার আকাশেতে তিমির বলি
চাঁদ
তোমাকে দিয়েছি এ মন
হে.মনে বড় জ্বালা, করোনা
অবহেলা
মনে বড় জ্বালা, করোনা
অবহেলা.আচ্ছা
সরল এ মন নিয়ে করোনা
খেলা.
চুরি করেছো
হৃদয়.হৃদয়.হৃদয়
চুরি করেছো হৃদয়.
তুমি ছাড়া কেউ নয়
তাই তো তোমায় বড় চেনা
মনে হয়
চুরি করেছো হৃদয়.
তুমি ছাড়া কেউ নয়
তাই তো তোমায় বড় চেনা
মনে হয়
তোমার চোখেতে প্রেম,
মুখে অভিমান
বুকে আছে ভালবাসা পাহাড়
সমান
তোমার চোখেতে প্রেম,
মুখে অভিমান
বুকে আছে ভালবাসা পাহাড়
সমান
তোমার চোখেতে প্রেম,
মুখে অভিমান
বুকে আছে ভালবাসা পাহাড়
সমান
হে.মনে বড় জ্বালা, করোনা
অবহেলা
মনে বড় জ্বালা, করোনা
অবহেলা.আচ্ছা
সরল এ মন নিয়ে করোনা
খেলা.
চুরি করেছো
হৃদয়.হৃদয়.হৃদয়
চুরি করেছো হৃদয়.
তুমি ছাড়া কেউ নয়
তাই তো তোমায় বড় চেনা
মনে হয়
চুরি করেছো হৃদয়.
তুমি ছাড়া কেউ নয়
তাই তো তোমায় বড় চেনা
মনে হয়
No comments:
Post a Comment