তুমি মানুষ
নাকি পরি
নাকি স্বর্গের ফোটা কলি
তুমি মানুষ
নাকি পরি
নাকি স্বর্গের ফোটা কলি
তোমায় নিয়ে এখন আমি
ভেবে না পাই
কি করি
তোমায় নিয়ে এখন আমি
ভেবে না পাই
কি করি
তুমি মানুষ
নাকি পরি
নাকি স্বর্গের ফোটা কলি
সাথী রে...
আমি আর আমাতে নেই
তোমায় দেখার পরে
হারিয়েছি সবই আমার
তোমায় দুটি চোখে
আমি আর আমাতে নেই
তোমায় দেখার পরে
হারিয়েছি সবই আমার
তোমায় দুটি চোখে
এক পলকেই তুমি আমার
মন করেছো চুরি ই ই
তুমি মানুষ
নাকি পরি
নাকি স্বর্গের ফোটা কলি
সাথী রে...
মায়া ভরা মুখটি তোমার
কি যে জাদু জানে
সব ভুলিয়ে
সে যে আমায়...
শুধুই কাছে টানে
মায়া ভরা মুখটি তোমার
কি যে জাদু জানে
সব ভুলিয়ে
সে যে আমায়...
শুধুই কাছে টানে
তোমার মুখে চেয়ে চেয়ে
যেন আমি মরি ই ই...
তুমি মানুষ
নাকি পরি
নাকি স্বর্গের ফোটা কলি
তুমি মানুষ
নাকি পরি
নাকি স্বর্গের ফোটা কলি
লা লা লা লা
No comments:
Post a Comment