Friday, 8 December 2017

তোমার হল শুরু (Tomar Holo Suru)

তোমার হল শুরু, আমার হল সারা--

তোমায় আমায় মিলে এমনি বহে ধারা ॥

তোমার জ্বলে বাতি তোমার ঘরে সাথি--

আমার তরে রাতি, আমার তরে তারা ॥

তোমার আছে ডাঙা, আমার আছে জল--

তোমার বসে থাকা, আমার চলাচল।

তোমার হাতে রয়, আমার হাতে ক্ষয়--

তোমার মনে ভয়, আমার ভয় হারা ॥

No comments:

Post a Comment

New Post

Mele chaliyan

Mele chaliyan te leke aave chudiyan - 2 vich bava vich hon channa puriyan - 2 hoye ke leja mera guth milke - 2 Ho mele chaliy...

Popular Posts