স্তব্ধ জীবন চাইনা, চাইছি মৃত্যুর যৌনতা
চিৎকার যদি অভিঘাতে ভাঙে, নির্বাক গৌণতা
স্তব্ধ জীবন চাইনা, চাইছি মৃত্যুর যৌনতা
চিৎকার যদি অভিঘাতে ভাঙে, নির্বাক গৌণতা
ভেঙে যাক তবে
ভেঙেচুরে যাক
এই অসহ্য মৌনতা
ভেঙে যাক তবে
ভেঙেচুরে যাক
এই অসহ্য মৌনতা
বাঁধি মিনমিনে সব সুরের বদলে
একা অন্তঃপুরের বদলে
যুদ্ধক্ষেত্রে সমবায় শামিয়ানা
আই অ্যাম সরি
তোমাদের অসুবিধে হলে
তবু সব অনুভূতি গেছে জ্বলে
অনুভব আর বেঁধে রাখা যাচ্ছে না
গানে কেউ শুধু বিনোদন খোঁজে, আমি খুঁড়ি যন্ত্রনা
ফেলে ডাস্টবিনে যত উপদেশ আর স্তোকের আবর্জনা
গানে কেউ শুধু বিনোদন খোঁজে, আমি খুঁড়ি যন্ত্রনা
ফেলে ডাস্টবিনে যত উপদেশ আর স্তোকের আবর্জনা
শিকড়বিহীন মানুষকে তুমি রূপকথা শুনিয়ো না
তুমি টুংটাং শুনো আমার বদলে
গালাগালি দিয়ো সহ্য না হলে
তবু এ কণ্ঠ কিনে নিতে পারবে না
তুমি ফিরে যায় কোনো জুরাসিক কালে
খুন করে ফেলো আমায় না হলে
বেঁচে গেলে ফের পরাজিত হারবে না
বাঁধি মিনমিনে সব সুরের বদলে
একা অন্তঃপুরের বদলে
যুদ্ধক্ষেত্রে সমবায় শামিয়ানা
আই অ্যাম সরি
তোমাদের অসুবিধে হলে
তবু সব অনুভূতি গেছে জ্বলে
অনুভব আর বেঁধে রাখা যাচ্ছে না
আমি সরি
তোমাদের অসুবিধে হলে
তবু সব অনুভূতি গেছে জ্বলে
অনুভব আর বেঁধে রাখা যাচ্ছে না
No comments:
Post a Comment