Friday, 8 December 2017

ওগো নদী আপন বেগে (Ogo Nodi Apon)

ওগো নদী, আপন বেগে পাগল-পারা,

আমি স্তব্ধ চাঁপার তরু গন্ধভরে তন্দ্রাহারা॥

আমি সদা অচল থাকি, গভীর চলা গোপন রাখি,

আমার চলা নবীন পাতায়, আমার চলা ফুলের ধারা॥

ওগো নদী, চলার বেগে পাগল-পারা,

পথে পথে বাহির হয়ে আপন-হারা--

আমার চলা যায় না বলা-- আলোর পানে প্রাণের চলা--

আকাশ বোঝে আনন্দ তার, বোঝে নিশার নীরব তারা॥

No comments:

Post a Comment

New Post

Mele chaliyan

Mele chaliyan te leke aave chudiyan - 2 vich bava vich hon channa puriyan - 2 hoye ke leja mera guth milke - 2 Ho mele chaliy...

Popular Posts