Monday, 11 December 2017

মন আমার (Mon amar)

মন আমার, আমি অল্প জলে পা ডুবিয়েছি; মন আমার,
আমি সারাবিকেল রোদ কুড়িয়েছি। মন আমার... এ পাথুরে জীবন নদী খোঁজে সারাক্ষন, আমি তোর পথে জোনাকি ছড়াতে চাই। মন আমার আমি অল্প জলে পা ডুবিয়েছি। নির্জনতা এড়িয়ে যাচ্ছি, এক পা দু পা করে মাপছি... ধোঁয়া ওঠা কাপের গায়ে আলগা আঙুল ছুঁয়ে থাকছি... যেন থেমে যায় খোলা আকাশে, আহত ঘুড়ির মতো; যেন থেমে যায় ঠোঁটে কথা চেপে, না-শোনা গানের মতো। মন আমার, আমি অল্প জলে পা ডুবিয়েছি; মন আমার, আমি সারাবিকেল রোদ কুড়িয়েছি।
দেখতে পাচ্ছি চোখ-দুটোতে অনেক দূরের তাকিয়ে থাকা... মন-বোতলে অল্প অল্প ইচ্ছে গুলো ঝাঁকিয়ে রাখা... যেন উড়ে যায় যত চিঠি লেখা অচেনা পাখির ডানায়, যেন উড়ে যায় সাদা পালকে পুষে রাখা ঘুম জানায়। মন আমার লা লা লা...

No comments:

Post a Comment

New Post

Mele chaliyan

Mele chaliyan te leke aave chudiyan - 2 vich bava vich hon channa puriyan - 2 hoye ke leja mera guth milke - 2 Ho mele chaliy...

Popular Posts