চাতক প্রায় অহর নিশি
চেয়ে আছে কালো শশী
চাতক প্রায় অহর নিশি
চেয়ে আছে কালো শশী
আমি হবো বলে চর'ণ দাশী
হবো বলে চর'ণ দাশী
ও তা হয়না কপাল গুনে
ও তা হয়না কপাল গুনে
আমার মনের মানুষেরি সনে
আমার মনের মানুষেরি সনে
মিলন হবে কত দিনে
মিলন হবে কত দিনে
আমার মনের মানুষের ও সনে
আমার মনের মানুষের ও সনে
----------- টিউন ----------
আমি ওখানে গিয়েছি
তুই যেথায় থাকতি
আমার মনের কোথাও তুই লুকিয়ে নেই তো
তুই এখানে কোথাও হাসছিস
তোর নিশান খুজে ফিরছি
তারপরও আমার গল্প জিজ্ঞাসা কর
কেন কি কারনে বেঁচে আছি এখানে
মিলন হবে কত দিনে
মিলন হবে কত দিনে
আমার মনের মানুষের ও সনে
আমার মনের মানুষের ও সনে
----------- টিউন ----------
মেঘের বিদ্যুৎ মেঘে যেমন
লুকালে না পায়ে অন্বেষণ আমি কালারে হারায়ে তেমন
কালারে হারায়ে তেমন
ওই রুপ হেরিয়া দর্পনে
ওই রুপ হেরিয়া দর্পনে
আমার মনের মানুষের ও সনে
আমার মনের মানুষের ও সনে
তোর মিলন পাওয়ার জন্য
ও তোর মিলন পাওয়ার জন্য
যোগি হয়ে আমি বার বার ফিরে তাকাচ্ছি
ও যোগি হয়ে আমি বার বার ফিরে তাকাচ্ছি
আমার মনের বাসিন্দা
আমার মনের বাসিন্দা
আমি কখনো তৃষ্ণার্ত চোখে আসলে
আমি কখনো তৃষ্ণার্ত চোখে আসলে
----------- টিউন ----------
যখন ওই রুপ স্বরণ ও হয়
থাকেনা লোক লজ্জার ও ভয় লালন ফকির ভেবে বলে সদা
লালন ফকির ভেবে বলে সদা
ওই প্রেম যে করে সে জানে
ওই প্রেম যে করে সে জানে
আমার মনের মানুষের ও সনে
আমার মনের মানুষের ও সনে
মিলন হবে কত দিনে
মিলন হবে কত দিনে
আমার মনের মানুষের ও সনে
আমার মনের মানুষের ও সনে
No comments:
Post a Comment