কেন ভাবো
ছেড়ে যাব তোমায়
ছেড়ে গেলে
তোমায় পাব কোথায়
তোমাকে নিয়ে জিবন আর
জীবন তো হয় না দুবার
তুমি আমার বসুন্ধরা
তুমি আমার বাচা মরা
তুমি আমার রঙিন আশা
তুমি আমার ভালবাসা
তুমি আমার
মন আকাশের আলো
আছো পাসে
সে আলোতে নিভে গেলে
কি হবে কি হবে দিপ শুধু
জেলে
তোমাকে নিয়ে জীবন আর
জীবন তো হয় না দুবার
তুমি আমার বসুন্ধরা
তুমি আমার বাচা মরা
তুমি আমার রংিন আশা
তুমি আমার ভালবাসা
নদী হারায় মোহোনাতে
খুজি তোমায় দিন রাতে
এ পৃথীবি ধসে গেলে
তবুও আমায় পাসে পাবে
তোমাকে নিয়ে জিবন আর
জীবন তো হয় না দুবার
তুমি আমার বসুন্ধরা
তুমি আমার বাচা মরা
তুমি আমার রংিন আশা
তুমি আমার ভালবাসা
তুমি আমার বসুন্ধরা
তুমি আমার বাচা মরা
তুমি আমার রংিন আশা
তুমি আমার ভালবাসা
তুমি আমার বসুন্ধরা
তুমি আমার বাচা মরা
তুমি আমার রঙিন আশা
তুমি আমার ভালবাসা
No comments:
Post a Comment