ভেঙেচুরে যায় আমাদের ঘরবাড়িজং ধরে যায় আমাদের তরবারি।যতো ভাবি আলগোছে জল খেতে পাবো,জামা ভিজে যায় আর কতোদূর যাবো
যতোদূরে যায় আমাদের হাতছানিতারও দূরে দেখি নাবিকের মস্তানিদিক ভুল হয়ে যায় খুঁজে পাওয়া যায় নাআমাদের বাড়ি...কোন বাগানের ফুলে আমাদের হাসিকেনো কাঁদে অথৈ মাঝ রাতে জলরাশিপথ ভুল হয়ে যায়, কেনো ফেরা যায়নাআমাদের বাড়ি...
কার বাড়ি ঘর অক্ষতআমায় তুমি নিয়ে চলোকার মুখে কার কথা ভাবিআমায় ঘরে নিয়ে চলো
যতো ভেসে যাই কবিতার কাছাকাছিততো মনেহয় একঘেয়ে বেচে আছিভালোলাগা লুকিয়ে রেখেছিলে আড়ালেফিরে আসি চুমু খেয়ে তোমার দু গালেযতো দূরে যাই আমি মানুষের থেকেএকবারও পাওনি তুমি আমায় ডেকেচোখ জ্বালা করে অদ্ভুত এক ঘুমেআমি জেগে থাকি
যতোদূরে যায় আমাদের হাতছানিতারও দূরে দেখি নাবিকের মস্তানিদিক ভুল হয়ে যায় খুঁজে পাওয়া যায় নাআমাদের বাড়ি...কোন বাগানের ফুলে আমাদের হাসিকেনো কাঁদে অথৈ মাঝ রাতে জলরাশিপথ ভুল হয়ে যায়, কেনো ফেরা যায়নাআমাদের বাড়ি...
কার বাড়ি ঘর অক্ষতআমায় তুমি নিয়ে চলোকার মুখে কার কথা ভাবিআমায় ঘরে নিয়ে চলো
যতো ভেসে যাই কবিতার কাছাকাছিততো মনেহয় একঘেয়ে বেচে আছিভালোলাগা লুকিয়ে রেখেছিলে আড়ালেফিরে আসি চুমু খেয়ে তোমার দু গালেযতো দূরে যাই আমি মানুষের থেকেএকবারও পাওনি তুমি আমায় ডেকেচোখ জ্বালা করে অদ্ভুত এক ঘুমেআমি জেগে থাকি
No comments:
Post a Comment