Sunday, 10 December 2017

বধুয়া আমার চোখে জল (Budhua Amar Choke Jol)

বধুয়া আমার চোখে জল এনেছে - হায় বিনা কারণে । বধুয়া আমার চোখে জল এনেছে - হায় বিনা কারণে । নীলাকাশ থেকে একি বাজ হেনেছে - হায় বিনা কারণে । দিনে দিনে মুল্য বিনে সে যে আমায় নিলো কিনে দিনে দিনে মুল্য বিনে সে যে আমায় নিলো কিনে এ মনে যতন করে বিফল প্রেমের বীজ বুনেছে - হায় বিনা কারণে । নীলাকাশ থেকে একি বাজ হেনেছে - হায় বিনা কারণে । আমি তো খুঁজি কারণ মন আমায় করে বারণ বলে কেন এমন মরণ বিনা কারণে ...। আমি বাদী আমি বিবাদী কোথা উধাও অপরাধী । আমি বাদী আমি বিবাদী কোথা উধাও অপরাধী । কেন সেই রূপের আগুন বুকে জ্বেলে আছি বেঁচে- হায় বিনা কারণে । বধুয়া আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে ।

No comments:

Post a Comment

New Post

Mele chaliyan

Mele chaliyan te leke aave chudiyan - 2 vich bava vich hon channa puriyan - 2 hoye ke leja mera guth milke - 2 Ho mele chaliy...

Popular Posts