যে সমাজে আমার কোন জায়গা নেই
সেই সমাজে আবার গাইছি গান
আমি মাতাল হতে পারি
আমি পাগোল হতে পারি
আমি ব্যর্থ হতে পারি
নিঃস্বার্থ হতে পারি, হতে দাও।
১)
আমার শেকল কাদের হাতে?
নজরবন্দী থাকতে জানি না
আমার ডানায় হাওয়া ছুঁলে
ভাবলে কেন উড়তে জানি না।
সমাজ থাকুক নিজের মতো
আমার মুখের লাগাম খুঁজছি না।
২)
Suitcase-এ সব দম ফুরিয়ে
naphthalene-এর গন্ধ চিনেছি
status quo-য় থমকে থেকে
বিশাল বিশাল শূন্য এঁকেছি।
এখন আমি অসমাজের
সংজ্ঞা জানি, থাকতেও শিখেছি।
No comments:
Post a Comment