Tuesday, 12 December 2017

আজি নির্ভয়নিদ্রিত ভুবনে জাগে

আজি নির্ভয়নিদ্রিত ভুবনে জাগে, কে জাগে ?
ঘন সৌরভমন্থর পবনে জাগে, কে জাগে ?।
কত নীরব বিহঙ্গকুলায়ে
মোহন অঙ্গলি বুলায়ে- জাগে, কে জাগে ?
কত অস্ফুট পুষ্পের গোপনে জাগে, কে জাগে ?
এই অপার অম্বরপাথারে
স্তম্ভিত গম্ভীর আঁধারে- জাগে, কে জাগে ?
মম গভীর অন্তরবেদনে জাগে, কে জাগে ?

No comments:

Post a Comment

New Post

Mele chaliyan

Mele chaliyan te leke aave chudiyan - 2 vich bava vich hon channa puriyan - 2 hoye ke leja mera guth milke - 2 Ho mele chaliy...

Popular Posts