তুমি যদি আমাকে কাছে
এসে ভালোবাস
কি জানি হয় হৃদয়ে
কি করে তোমায় বোঝাবো
ভাল আর লাগে না
এত কেন মায়া
যত কাছে আমি লাগে শুধু
স্বান্তনা
অবুঝ ভালোবাসা
জানি এ নয় খেলা
তবু এই মনে হয় ছাড়া
তোমায় বাঁচব না
তুমি যদি আমাকে কাছে
এসে ভালোবাস
না জানি কবে সে সময় আসবে
আমাকে ধরে কাঁদবে
ও দুখের পেছনে যত সুখ
আছে
একদিন রঙ দেখাবে
যত দিন এ প্রাণ আছে
আমি রব যে কাছে
তোমাকে কথা দিলাম
ভাল আর লাগে না
এত কেন মায়া
যত কাছে আমি লাগে শুধু
স্বান্তনা
অবুঝ ভালোবাসা
জানি এ নয় খেলা
তবু এই মনে হয় ছাড়া
তোমায় বাঁচব না
তুমি যদি আমাকে কাছে
এসে ভালোবাসো
কি জানি হয় হৃদয়ে
কি করে তোমায় বোঝাবো
ভাল আর লাগে না
এত কেন মায়া
যত কাছে আমি লাগে শুধু
স্বান্তনা
অবুঝ ভালোবাসা
জানি এ নয় খেলা
তবু এই মনে হয় ছাড়া
তোমায় বাঁচব না
ভাল আর লাগে না
এত কেন মায়া
যত কাছে আমি লাগে শুধু
স্বান্তনা
অবুঝ ভালোবাসা
জানি এ নয় খেলা
তবু এই মনে হয় ছাড়া
তোমায় বাঁচব না
No comments:
Post a Comment