Sunday, 10 December 2017

আঁধার সকলই দেখি

আঁধার সকলই দেখি তোমারে দেখি না যবে ।
ছলনা চাতুরী আসে হৃদয়ে বিষাদবাসে
তোমারে দেখি না যবে, তোমারে দেখি না যবে ।।
এসো এসো, প্রেমময়, অমৃতহাসিটি লয়ে ।
এসো মোর কাছে ধীরে এই হৃদয়নিলয়ে ।
ছাড়িব না তোমায় কভু জনমে জনমে আর,
তোমায় রাখিয়া হৃদে যাইব ভবের পার ।

No comments:

Post a Comment

New Post

Mele chaliyan

Mele chaliyan te leke aave chudiyan - 2 vich bava vich hon channa puriyan - 2 hoye ke leja mera guth milke - 2 Ho mele chaliy...

Popular Posts