আজি দখিন-দুয়ার খোলা -
এসো হে, এসো হে, এসো হে আমার বসন্ত এসো ।
দিব হৃদয়দোলায় দোলা,
এসো হে, এসো হে, এসো হে আমার বসন্ত এসো ।।
নব শ্যামল শোভন রথে এসো বকুলবিছানো পথে,
এসো বাজায়ে ব্যাকুল বেণু মেখে পিয়ালফুলের রেণু ।
এসো হে, এসো হে, এসো হে আমার বসন্ত এসো ।।
এসো ঘনপল্লবপুঞ্জে এসো হে, এসো হে, এসো হে ।
এসো বনমল্লিকাকুঞ্জে এসো হে, এসো হে, এসো হে ।
মৃদু মধুর মদির হেসে এসো পাগল হাওয়ার দেশে,
তোমার উতলা উত্তরীয় তুমি আকাশে উড়ায়ে দিয়ো -
এসো হে, এসো হে, এসো হে আমার বসন্ত এসো ।।
Tuesday, 12 December 2017
আজি দখিন-দুয়ার খোলা
Subscribe to:
Post Comments (Atom)
New Post
Mele chaliyan
Mele chaliyan te leke aave chudiyan - 2 vich bava vich hon channa puriyan - 2 hoye ke leja mera guth milke - 2 Ho mele chaliy...
Popular Posts
-
চল বলে ফেলি কত কথাকলি জন্মেছে বলতে তোমায় তোমাকে চাই।। ঝলসানো রাতের এ পোড়া বরাতে তুমি আমার অন্ধকার আর রোশনাই।। কার্নিশে আলতা...
-
মাফিয়া মিডিয়া, রাজা ধিরাজ পা চাটছে সুশিল সমাজ... প্রেত আত্মার পেটেন্ট নেওয়া পচা কবর, ভুল খবর, পবিত্র ভোর... মাফিয়া মিডিয়া, রাজা ধিরাজ প...
-
এখন দৃষ্টি অবরুদ্ধ নয় এখন ঠান্ডা মহাযুদ্ধ নয় এখন দৃষ্টি অবরুদ্ধ নয় এখন ঠান্ডা মহাযুদ্ধ নয় বেলাগাম পৃথিবী কে দিলাম ছুটি আমি শেকলে বেঁধে ...
No comments:
Post a Comment