Sunday, 10 December 2017

আঁধার কুঁড়ির বাঁধন

আঁধার কুঁড়ির বাঁধন টুটে চাঁদের ফুল উঠেছে ফুটে ।।
তার গন্ধ কোথায়, গন্ধ কোথায় রে ।
গন্ধ আমার গভীর ব্যথায় হৃদয়-মাঝে লুটে ।।
ও কখন যাবে সরে, আকাশ হতে পড়বে ঝরে ।
ওরে রাখব কোথায়, রাখব কোথায় রে ।
রাখব ওরে আমার ব্যথায় গানের পত্রপুটে

No comments:

Post a Comment

New Post

Mele chaliyan

Mele chaliyan te leke aave chudiyan - 2 vich bava vich hon channa puriyan - 2 hoye ke leja mera guth milke - 2 Ho mele chaliy...

Popular Posts