দেখছি তুমি ভাবছো নদী বইছেআর অরণ্য জেগে আছে সারারাত
জোনাকি জ্বলছে আবার নিভছেকিছু পোকা করছে চাঁদের আলোয় স্নান
শিশিরে ভিজছে চুল আর ভিজছেতোমার চোখের পাতাখুব গভীর ঘুমে আচ্ছন্নএখন আমার কলকাতা
বিষণ্ন আগুন বয়ে আনছেখুব বিষাক্ত কোন ফুলের কান্না
আর আমার নিশ্বাস … হাওয়া ছুঁলেআগুন জ্বলবে আগুন জ্বলবে
ঠিক তখনই তোমার কানেমুখ গুজে কেউ গল্প বলবে
গাছগুলো দুলবে মেঘ সরলেএকটু আলো জলে ডুবে যায়
এখনো ভাবছো ঘড়ি দেখছোশুনতে পাচ্ছো কি অদ্ভূত একটা গান
সেই গানের শরীরে নেই মাংসনেই চামড়ার বাঁধন
সেই গানের আত্মা ছুটতে চাইছেমানতে চায়না বারণ
একটু শীত করছে ভয় লাগছেতবু বসে থাকতে মন্দ লাগছে না
আর আমার নিশ্বাস … হাওয়া ছুঁলেআগুন জ্বলবে আগুন জ্বলবেঠিক তখনই তোমার কানেমুখ গুজে কেউ গল্প বলবেআর আমার নিশ্বাস … হাওয়া ছুঁলেআগুন জ্বলবে আগুন জ্বলবেঠিক তখনই তোমার কানেমুখ গুজে কেউ গল্প বলবে
আর আমার নিশ্বাস … হাওয়া ছুঁলেআগুন জ্বলবে আগুন জ্বলবেঠিক তখনই তোমার কানেমুখ গুজে কেউ গল্প বলবে
জোনাকি জ্বলছে আবার নিভছেকিছু পোকা করছে চাঁদের আলোয় স্নান
শিশিরে ভিজছে চুল আর ভিজছেতোমার চোখের পাতাখুব গভীর ঘুমে আচ্ছন্নএখন আমার কলকাতা
বিষণ্ন আগুন বয়ে আনছেখুব বিষাক্ত কোন ফুলের কান্না
আর আমার নিশ্বাস … হাওয়া ছুঁলেআগুন জ্বলবে আগুন জ্বলবে
ঠিক তখনই তোমার কানেমুখ গুজে কেউ গল্প বলবে
গাছগুলো দুলবে মেঘ সরলেএকটু আলো জলে ডুবে যায়
এখনো ভাবছো ঘড়ি দেখছোশুনতে পাচ্ছো কি অদ্ভূত একটা গান
সেই গানের শরীরে নেই মাংসনেই চামড়ার বাঁধন
সেই গানের আত্মা ছুটতে চাইছেমানতে চায়না বারণ
একটু শীত করছে ভয় লাগছেতবু বসে থাকতে মন্দ লাগছে না
আর আমার নিশ্বাস … হাওয়া ছুঁলেআগুন জ্বলবে আগুন জ্বলবেঠিক তখনই তোমার কানেমুখ গুজে কেউ গল্প বলবেআর আমার নিশ্বাস … হাওয়া ছুঁলেআগুন জ্বলবে আগুন জ্বলবেঠিক তখনই তোমার কানেমুখ গুজে কেউ গল্প বলবে
আর আমার নিশ্বাস … হাওয়া ছুঁলেআগুন জ্বলবে আগুন জ্বলবেঠিক তখনই তোমার কানেমুখ গুজে কেউ গল্প বলবে
No comments:
Post a Comment