Sunday, 10 December 2017

আমি তোমার সঙ্গে বেঁধেছি (Ami Tomar Sange Bedhechi)

আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে-- তুমি জান না, আমি তোমারে পেয়েছি অজানা সাধনে॥ আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে-- সে সাধনায় মিশিয়া যায় বকুলগন্ধ, সে সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ-- তুমি জান না, ঢেকে রেখেছি তোমার
রঙিন ছায়ার আচ্ছাদনে॥ আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে-- তোমার অরূপ মূর্তিখানি ফাল্গুনের আলোতে বসাই আনি। বাঁশরি বাজাই ললিত-বসন্তে, সুদূর দিগন্তে সোনার আভায় কাঁপে তব উত্তরী গানের তানের সে উন্মাদনে॥ তুমি জান না, আমি তোমারে পেয়েছি অজানা সাধনে॥ আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে--

No comments:

Post a Comment

New Post

Mele chaliyan

Mele chaliyan te leke aave chudiyan - 2 vich bava vich hon channa puriyan - 2 hoye ke leja mera guth milke - 2 Ho mele chaliy...

Popular Posts