Friday, 22 December 2017

শাওন গগণে

শাওন গগণে ঘোর ঘনঘটা,
নিশীথ য়ামিনী (যামিনী)
রে
শাওন গগণে ঘোর ঘনঘটা,
কুঞ্জপথে, সখি, কৈসে
যাওব
কুঞ্জপথে, সখি, কৈসে
যাওব
অবলা কামিনী রে
শাওন গগণে ঘোর ঘনঘটা,
ঘন ঘন রিমঝিম রিমঝিম
রিমঝিম
বরখত নীরদপুঞ্জ
শাল-পিয়ালে তাল-তমালে
নিবিড় তিমিরময় কুঞ্জ
শাওন গগণে ঘোর ঘনঘটা,
শাওন গগণে ঘোর ঘনঘটা,
শাওন গগণে ঘোর ঘনঘটা,
নিশীথ য়ামিনী (যামিনী)
রে
শাওন গগণে ঘোর ঘনঘটা,
শাওন গগণে ঘোর ঘনঘটা,
শাওন গগণে ঘোর ঘনঘটা,

অরিজিনাল লিরিক
শাওন গগণে ঘোর ঘনঘটা,
নিশীথ য়ামিনী (যামিনী)
রে
কুঞ্জপথে, সখি, কৈসে
যাওব
অবলা কামিনী রে
উন্মদ পবনে য়মুনা
(যমুনা) তর্জিত,
ঘন ঘন গর্জিত মেহ
দমকত বিদ্যুৎ, পথতরু
লুণ্ঠিত,
থরহর কম্পিত দেহ
ঘন ঘন রিমঝিম রিমঝিম
রিমঝিম
বরখত নীরদপুঞ্জ
শাল-পিয়ালে তাল-তমালে
নিবিড় তিমিরময় কুঞ্জ
কাহ রে সজনী, এ
দুরুয়োগে (দুরুযোগে)
কুঞ্জে নিরদয় কান
দারুণ বাঁশী কাহ
বাজায়ত
সকরুণ রাধা নাম
মোতিম হারে বেশ বনা দে,
সীঁথি লগা দে ভালে
উরহি বিলুন্ঠিত লোল
চিকুর মম
বাঁধহ চম্পক মালে
গহন রয়নমে ন যাও, বালা,
নওল কিশোরক পাশ
গরজে ঘন ঘন, বহু ডর পাওব,
কহে ভানু তব দাস

তোমরা যা বলো

তোমরা যা বলো তাই বলো,
আমার লাগে না মনে।
আমার যায় বেলা, বয়ে যায়
বেলা,
আমার যায় বেলা, বয়ে যায়
বেলা কেমন কেমন বিনা
কারণে॥
তোমরা যা বলো তাই বলো
এই পাগল হাওয়া কী
গান-গাওয়া
ছড়িয়ে দিয়ে গেল আজি
সুনীল গগনে॥
সে গান আমার লাগল যে গো
লাগল মনে,
আমি কিসের মধু খুঁজে
বেড়াই ভ্রমরগুঞ্জনে
ওই আকাশ-ছাওয়া কাহার
চাওয়া
এমন ক'রে লাগে আজি আমার
নয়নে॥ তোমরা যা বলো তাই
বলো, আমার লাগে না মনে।
আমার যায় বেলা, বয়ে যায়
বেলা,
আমার যায় বেলা, বয়ে যায়
বেলা কেমন কেমন বিনা
কারণে॥
তোমরা যা বলো তাই বলো

Noyono Tomare

Nayono tomare paena dekhite
Roecho nayone nayone
Hridoyo tomare paena janite
hridoe roecho gopone
Roecho nayone nayone
Nayono tomare paena dekhite
Roecho nayone nayone
Basonar boshe mono abiroto
Dhae dosho dishe pagolero moto
Basonar boshe mono abiroto
Dhae dosho dishe pagolero moto
Sthiro ankhi tumi morome sototo
Jagicho soyone swapone
Roecho nayone nayone
Nayono tomare paena dekhite
Roecho nayone nayone
Sabai chereche nai jar keho
Tumi acho tar ache tobo sneho
Nirasroyo jono potho jaro geho
Seo ache tobo bhabone
Seo ache tobo bhabone
Tumi chara keho sathi nai ar
Somukhe anonto jibono bistar
Tumi chara keho sathi nai ar
Somukhe anonto jibono bistar
Kal parabar koritecho par
Keho nahi jane kemone
Roecho nayone nayone
Nayono tomare paena dekhite
Roecho nayone nayone
Jani sudhu tumi acho tai achi
Tumi pranomoy tai ami banchi
Joto pai tomae aro toto jachi
Joto jani toto janine
Joto jani toto janine
Jani ami tomae pabo nirontor
Lok lokantore jugo jugantar
Jani ami tomae pabo nirontor
Lok lokantore jugo jugantor
Tumi ar ami majhe keho nai
Kono badha nai bhubone
Roecho nayone nayone
Nayono tomare paena dekhite
Roecho nayone nayone
Hridoyo tomare paena janite
Hridoe roecho gopone
Roecho nayone nayone
Nayono tomare paena dekhite
Roecho nayone nayone

Adkhana

Adkhana dukhkho adkhana sukh
ei nie dinraat duru duru buk II

Adkhana sopno adkhana jaga
adkhana hashi tobu adkhana raga II

adkhana poth hata adha bisram
adkhana fakibazi adha shongram
ekta bangla bhege adkhana ache
adkhana shadh nie adpeta bache II

na na tere na ...

adkhana valo chele adha mostam
adkhana vanga shure gai adha gaan

adkhana ... adkhana ...
adkhana ... adkhana ...

adh boja chokh nie adharaat jai
adh ghume adhachad adhare harae

adkhana poth hata adha bisram
adkhana fakibazi adha shongram
ekta bangla bhege adkhana ache
adkhana shadh nie adpeta bache II

adkhana ... adkhana ...
adkhana ... adkhana ...

adkhana ... adkhana ...
adkhana ... adkhana ...

adkhana ... adkhana ...
adkhana ... adkhana ...

adkhana ... adkhana ...
adkhana ... adkhana ...

Adkhana dukhkho adkhana sukh
ei nie dinraat duru duru buk II

na na tere na ...
na na tere na ...

Jete Hobe

Eso abar chorai uthrai
Aro ektu shamne jete hobe
Kotota poth eshechi badha thele
Bakita poth ar kisu na Tobe

Obishash folludhara jeno
Hariye fele govir kuaashay
Dhore rakhe valobasha shuhdhu
Onishshesh shopnovora ashay
Epare dake rongin pakhir dol
Opare shudhu shopno chora rat
Bhul bozhano golpo joto shesh
Bhalobasha char dugune sath

তাঁতি

হানা দিই রেশমের বনে,
পাক দিই পশমের
রোঁয়ায়,
তাঁত ঘরে জট পরা সুতো
গুটি পায়ে আঙ্গুলের
ছোঁয়ায়।
বুনতে বুনতে তাঁতি-মন,
টানা-পোড়েনের ধূন
সাধে,
সূতোর উন্মুক্ত
প্রান্ত যত, একে একে
গিঁট দিয়ে বাঁধে।
গোড়ায় গোড়ায় বাঁধা
ছবি, শরীর জুড়ে খেলে
যায়,
দিনলিপি লিখে যায় কবি,
দিন বয়ানের কবিতায়।

একটা মেয়ে

একটা মেয়ে
কাক ভেজা রোদ
রোদ পোড়া ঘাস
কাশফুল
দীর্ঘশ্বাস
পথের পাশ
মনের ভুলে
রঙিন ফুল
ফুলের গায়ে যে জল জমে
বৃষ্টি শেষে হারায় কি
আমিও কি পথ ভুলে
তোমার চোখে তারায় কি

চোখের তারায়
কি ইশারায়
জল জমে
নাম দুঃখে
বর্ষা তোমার
দেহেই ছিলো
স্বচ্ছতাতে
সুক্ষ

বৃষ্টি মেয়ে রোদের
তুমি
আমার বুনো বোধের তুমি
আমার আমি খুব সাহসে
নিজের মতো দুঃখ পোষে

আমার আমি বৃষ্টি বিকেল
কাঁদে তোমার জন্য
তুমি মেয়ে পোষ মানো না
তুমি মেয়ে বন্য

ধন ধান্যে

ধন ধান্যে পুষ্পে ভড়া
আমাদের এই বসুন্ধরা
তাহার মাঝে আছে দেশ এক
সকল দেশের সেরা
ও সে স্বপ্ন দিয়ে তৈরি
সে যে স্মৃতি দিয়ে ঘেরা
এমন দেশটি কোথাও খুজে
পাবে নাকো তুমি
সকল দেশের রানি সে যে
আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি, সে
যে আমার জন্মভূমি

রোদ বলেছে হবে,

আগেই তোকে জানিয়ে দিতাম
রোদ বলেছে হবে,
জেনে নেওয়ার এই বাতাসের
জন্ম কোথায় কবে?
বৃষ্টি ছিল রোদের ছুটি
তাই গিয়েছি ভুলে,
রোদ ছাড়া আর এই বাতাসের
আছে কে তিনকুলে।

থাক না বাতাস, আটকে চুলে
রাত্রি নদীর কুলে,
তুই এলে ঠিক আমি নাহয়
দেব সে ফুল তুলে।

প্রকৃত জল

প্রকৃত জল খুজে বেড়াই
জলজ বৃক্ষের মতো
শয়নকক্ষে জড়িয়ে থাকা
ওতপ্রোত
জানলা তুমি আকাশ
দ্যাখাও
আমরা কজন অথবা একাও
আমরা কজন অথবা একাও
ঘুম ফুরাবার স্বপ্ন
দ্যাখাও
নীলের ভেতর নীল তার
চেয়ে নীল
চিত্রকল্পের ডানা মেলা
চিল।
প্রকৃত জল খুঁজে বেড়াই,
প্রহরীর মতো
চোখে নিয়ে পাখি না হবার
ক্ষত
গাংচিল তুমি ধ্রুবক
শেখাও
আমরা কজন অথবা একাও
তারচেয়ে ভালো গত জন্মের
ঘুম
শালিখ কুড়িয়ে কাটে এই
মৌসুম

এসো শ্যামল

এসো শ্যামল সুন্দর

আনো তব তাপহরা তৃষাহরা
সঙ্গসুধা।

বিরহিণী চাহিয়া আছে
আকাশে॥

এসো শ্যামল সুন্দর

সে যে ব্যথিত হৃদয় আছে
বিছায়ে তমালকুঞ্জপথে
সজল ছায়াতে

নয়নে জাগিছে করুণ
রাগিণী

এসো শ্যামল সুন্দর, আনো
তব তাপহরা তৃষাহরা
সঙ্গসুধা।

বিরহিণী চাহিয়া আছে
আকাশে॥
এসো শ্যামল সুন্দর।

বকুলমুকুল রেখেছে
গাঁথিয়া, বাজিছে অঙ্গনে
মিলনবাঁশরি
আনো সাথে তোমার মন্দিরা
চঞ্চল নৃত্যের বাজিবে
ছন্দে সে
বাজিবে কঙ্কণ, বাজিবে
কিঙ্কিণী
ঝঙ্কারিবে মঞ্জীর রুণু
রুণু॥
এসো শ্যামল সুন্দর
আনো তব তাপহরা তৃষাহরা
সঙ্গসুধা।
বিরহিণী চাহিয়া আছে
আকাশে॥
এসো শ্যামল সুন্দর।

Ke ami

ঘর পালানো বাতাস এসে
এলোমেলো জড়িয়ে দেহ
ঘুম ভাঙ্গালো
না দেখা সেই পথের শেষে
ছড়িয়ে রাখে ঘাসের
দেহে দিনের আলো
ঘর ছেড়ে এই পথের বাঁকে
আমার আমি কে খুঁজতে
থাকে
যে ডাক আসে সুদুর নীলে
ভালোবাসার প্রত্যাশিত
অন্তঃমিলে

ঘর ভাঙ্গা এই পথের শেষে
ঘুম আসেনা ঘুমের দেশে,
কি অকারন
দুঃখ পেলে অন্ধকারে
লুকিয়ে থাকা জমিয়ে
রাখা, কান্না বারন

চিলতে রোদ

চিলতে রোদে পাখনা ডোবায়
মুচকি হাসে শহরতলী
চিলতে রোদে পাখনা ডোবায়
মুচকি হাসে শহরতলী
রোজ সকালে পড়ছে মনে
রোজ সকালে পড়ছে মনে
এ কথাটা কেমনে বলি
চিলতে রোদে পাখনা ডোবায়
মুচকি হাসে শহরতলী

বালিশ চাদর এপাশ ওপাশ
একটু খানি গড়িয়ে নেওয়া
বালিশ চাদর এপাশ ওপাশ
একটু খানি গড়িয়ে নেওয়া
আলতো ঘুমেই দুঃখটাকে
আলতো ঘুমে দুঃখটাকে
ক্ষানিক সুখের প্রলেপ
দেওয়া

মাঝ দুপুরে হঠাৎ সে দিন
আচমকা সব পড়ল মনে
মাঝ দুপুরে হঠাৎ সে দিন
আচমকা সব পড়ল মনে
ব্যস্ত শহর ভীড় জমালো
ব্যস্ত শহর ভীড় জমালো
তাক বুঝে ঠিক ফেলল
কোণে।

রেতের বেলা একলা এখন
জিরচ্ছে সব শহরতলী
রেতের বেলা একলা এখন
জিরচ্ছে সব শহরতলী
চোখ দুটো খুব পরছে মনে
চোখ দুটো খুব পরছে মনে
এ কথাটা কেমনে বলি।

চিলতে রোদে পাখনা ডোবায়
মুচকি হাসে শহরতলী
চিলতে রোদে পাখনা ডোবায়
মুচকি হাসে শহরতলী

Brishti Raate

বৃষ্টি রাতে গানের মাটি
ভেসে
চাঁদ চলেছে অনেক দূর
দেশে
থমকে থাকা ধোয়াটে
এস্রাজে
জমাট বাঁধা পুরনো সুর
বাজে।
চোখ জুড়ানো স্বপ্ন মেলে
ডানা
অনেক কথা জেনেও হয়না
জানা।

সময় শুধু মোমের মত পোড়ে
ভাবনাগুলো মেঘের সাথে
ওড়ে।

হাত বাড়িয়ে বৃষ্টি
ছোঁওয়া গানে
এমন রাতে ডাকিস যদি তুই
অনেক দূরে চাঁদ হাসে
যেখানে
পুরনো সুর দু'হাত ভরে
ছুঁই।

Akash Kalo

সকাল হতে আমার আকাশে
বৃষ্টি
মিষ্টি হাঁসি কোথায়
পাবো বল
চোখের জলে ঝাপসা হচ্ছে
দৃষ্টি
আমাকে তোমার সঙ্গে নিয়ে
চল
চাঁদের আলোয় ভেজা জোনাক
আমার স্বপ্ন করেছে চুরি

চাইনা ভাবিস

চাইনা ভাবিস কথার রাজা
আমি একা
আমার কথায় কান্না পাওয়া
রাত্রি জাগা।

চাইনা এমন স্পষ্ট কথার
খামখেয়ালী
চাইনা তোদের স্বপ্ন
দেখার রঙ্গীন ডালি।

গাছের পাতা আলো ছায়ার
তালে তালে
গল্প শোনায় ঘাস ফুলেদের
কানে কানে।
তারার মেলা রাত্রি জেগে
গল্প করে
খোপায় মেঠো স্বপ্ন বুনে
একলা চলে।
খয়েরী সবুজ নীলচে হলুদ
কমলা কালো
কেমন করে বলছে কথা,
বাসছে ভালো?

চাইনা কথা মেঘলা মনে
লজ্জা রাঙ্গা
কেন আবার আপোষ করে নিয়ম
ভাঙ্গা।
চাইনা আমি গান শোনাতে
কাউকে তোদের,
আমি এখন শুনব বসে গল্প
ওদের।

মিশে যাবে ওদের কথা চুপ
কথা মন,
চাঁদ ডোবাজল ভাবনা গুলো
করবে সহজ।
চুপটি করে তাইত ওদের
শুনতে থাকি
আমার কথা তোদের জন্য
জমিয়ে রাখি।

খয়েরী সবুজ নীলচে হলুদ
কমলা কালো
কেমন করে বলছে কথা,
বাসছে ভালো?

কোনদিন

কোনদিন দেখ যদি বর্ষা
রাতে
একা ছেলে ছবি আকে রাতের
সাথে
তার চোখে চোখ রেখে দেখো
কোনদিন
জল হয়ে জমা আছে ভালবাসা
নীল
কোনদিন দেখ যদি বর্ষা
রাতে
একা ছেলে ছবি আকে রাতের
সাথে
তার চোখে চোখ রেখে দেখো
কোনদিন
জল হয়ে জমা আছে ভালবাসা
নীল
আবার যদি দেখ সে রাজপথে
দু' চোখে চশমা এঁটে
কোনমতে
আবার যদি দেখ সে রাজপথে
দু' চোখে চশমা এঁটে
কোনমতে
খুঁজে যায় কবিতায়
একফালি ভালবাসা বর্ষা
রাতে
খুঁজে যায় কবিতায়
একফালি ভালবাসা বর্ষা
রাতে
খুঁজে যায় কবিতায়
একফালি ভালবাসা বর্ষা
রাতে
আবার যদি দেখ সে রাজপথে
দু' চোখে চশমা এঁটে
কোনমতে
আবার যদি দেখ সে রাজপথে
দু' চোখে চশমা এঁটে
কোনমতে
খুঁজে যায় ছবিটায়
একফালি ভালবাসা বর্ষা
রাতে
খুঁজে যায় ছবিটায়
একফালি ভালবাসা বর্ষা
রাতে
খুঁজে যায় ছবিটায়
একফালি ভালবাসা বর্ষা
রাতে
কোনদিন দেখ যদি বর্ষা
রাতে
একা ছেলে ছবি আকে রাতের
সাথে
তার চোখে চোখ রেখে দেখো
কোনদিন
জল হয়ে জমে আছে ভালবাসা
নীল
ভালবাসা নীল

Bebak Bibagi

bebag bibagi joto susobhyo bhaj
ratkana chokhe dekhe
adhkhana chand।
tar chupisare
jhop bujhe cop mare
lash kata ghore
bhir baranor sadh।
eso rater shohore
eso surjo nibhiye dao।
joma achhe saradin
machhi mara ratodin
sabha somitir kaje hisab nikash
chokh buje poth chola
mepe jhupe kotha bola
majhe majhe kobitay
khonja nil akash।
jader kotha bolar chhil
sobar sheshe
prothomei tara keno
sujogota pai?
keno tobe eto kotha bola
gitarer sur tola
akaran bidroho khatar patay।
dhyatteri, dhur।

স্বপ্ন দেবে

আকাশ যেন নামতে থাকে
নিচুর থেকে নিচু
নীল তারারা মুখ ঢেকে
দেয় বলা হয় না কিছু
আকাশ যেন নামতে থাকে
নিচুর থেকে নিচু
নীল তারারা মুখ ঢেকে
দেয় বলা হয় না কিছু

মস্ত বড় অন্ধকারে
স্বপ্ন দেবে ডুব
থাকবি ভাল স্বপ্ন ছাড়া
সে কি কঠিন খুব
মস্ত বড় অন্ধকারে
স্বপ্ন দেবে ডুব
থাকবি ভাল স্বপ্ন ছাড়া
সে কি কঠিন খুব

রহস্য নীল রাতের আলো
সূর্য ডোবে
সন্ধ্যাবেলায়
কালোয় কালো রঙ মাখিয়ে
রাত্রি বুকে বানিয়ে
তোলা
রহস্য নীল রাতের আলো
সূর্য ডোবে
সন্ধ্যাবেলায়
কালোয় কালো রঙ মাখিয়ে
রাত্রি বুকে বানিয়ে
তোলা

আমিও তোর থাকবো পাশে
আসবো ভিড়ে যখন তখন
চারটে হাতে ঘুড়ে ঘুড়ে
বিন্দু বিন্দু জীবন
যাপন
আমিও তোর থাকবো পাশে
আসবো ভিড়ে যখন তখন
চারটে হাতে ঘুড়ে ঘুড়ে
বিন্দু বিন্দু জীবন
যাপন

Thursday, 21 December 2017

Sab Kuchhh Bhula Diya

hamne tumse tumne hamara rishta joda gam se ek wafa ke siva kon si khata hui thi hamse kabhi bandhan juda liya, kabhi daman chhuda liya kabhi bandhan juda liya, kabhi daman chhuda liya kabhi bandhan juda liya, kabhi daman chhuda liyaa o sathi re kaisa sila diya ye wafa ka kaisa sila diya kaisa sila diya ye wafa ka kaisa sila diya tere vade vo irade, tere vade vo irade o sathi re sab kuchh bhula diya ye wafa ka kaisa sila diya sab kuchhh bhula diya ye wafa ka kaisa sila diya baat kuchh samajh na aaye kami kya ham me payi ek tarafa ye mohabbat hami ne sirf nibhayi jam chahat ka dekar jehar nafrat ka pila diya jam chahat ka dekar jehar nafrat ka pila diya jehar nafrat ka pila diya tere vade vo irade, tere vade vo irade o sathi re sab kuchhh bhula diya ye wafa ka kaisa sila diya sab kuchhh bhula diya ye wafa ka kaisa sila diya umr bar so na sakenge, kisike ho na sakenge ajnabi tum ho jao, gair ham na ho sakenge kisi begane ki khatir tumne apno ko bhula diya kisi begane ki khatir tumne apno ko bhula diya tumne apno ko bhula diya ha apno ko bhula diya tere vade vo irade, tere vade vo irade o sathi re sab kuchh bhula diya ye wafa ka kaisa sila diya sab kuchh bhula diya ye wafa ka kaisa sila diya ab mujhe jina nahi sanam ye jehar pina nahi sanam ab mujhe jina nahi sanam ye jehar pina nahi sanam janam janamo ka nata chand lamho me mita diya janam janamo ka nata chand lamho me mita diya chand lamho me mita diya tere vade vo irade, tere vade vo irade o sathi re sab kuchh bhula diya ye wafa ka kaisa sila diya sab kuchh bhula diya ye wafa ka kaisa sila diya kabhi bandhan juda liya, kabhi daman chhuda liya kabhi bandhan juda liya, kabhi daman chhuda liya o sathi re kaisa sila diya ye wafa ka kaisa sila diya kaisa sila diya ye wafa ka kaisa sila diya kaisa sila diya ye wafa ka kaisa sila diya kaisa sila diya ye wafa ka kaisa sila diya o mitva re o mitva re kaisa sila diya ye wafa ka kaisa sila diya kaisa sila diya ye wafa ka kaisa sila diya o mitva re

Wednesday, 20 December 2017

শব্দ

শব্দ তোরা বেড়াতে
যাসনা কেন
শব্দ তোদের গভীর দুঃখ
দান
শব্দ তোদের ছবির নীরবতা
শব্দ তোদের ঘুঙ্গুর
বাজানো গান

শব্দ তোমরা ক্লান্ত
করেছো খুব
আর তোমাদের দেহলীতে
যাবনা
একা পাশে পেলে ধরবো
তোমার হাত
শব্দ তুমি একলা অনন্যা

শব্দ তোমার ধূসর মলিন
বেশ
বাজার দরে বিকোও দশটা
হাতে
ছটফটে রাত এলোমেলো
পায়চারী
শব্দ আমি ঘুমোবো তোমার
সাথে

তখন জোনাক জ্বলে

তখন জোনাক জ্বলে রাত হয়
ধীর
হাটুরের মেঠো পথ, খুব
অস্থির
তখন জোনাক জ্বলে রাত হয়
ধীর
হাটুরের মেঠো পথ, খুব
অস্থির

বাতাশে ভাসবে যেন
তারাদের দেহ
রোদেরা আনবে ডেকে ভুল
সন্দেহ
বাতাশে ভাসবে যেন
তারাদের দেহ
রোদেরা আনবে ডেকে ভুল
সন্দেহ

মৌনতা আয়নায় কালো রঙ
ডাকে
আধারের তীর ঠিক, কালোতে
থাকে
মৌনতা আয়নায় কালো রঙ
ডাকে
আধারের তীর ঠিক, কালোতে
থাকে

স্বপ্নের চৌকাঠে যেন
ধরে চির
যখন জোনাক জ্বলে রাতে
হয় ধীর
স্বপ্নের চৌকাঠে যেন
ধরে চির
যখন জোনাক জ্বলে রাতে
হয় ধীর

তখন জোনাক জ্বলে রাতে
হয় ধীর
হাটুরের মেঠো পথ, খুব
অস্থির

Ekdin

Ekdin tor kotha shunbe nodi
nijer bole chinbi shob gan
shurjo banabe megh fotabe ful
tarara joro korbe ghum

Ekdin tor kotha shunbe nodi
nijer bole chinbi shob gan
shurjo banabe megh fotabe ful
tarara joro korbe ghum

Janla khola akash theke toke gan shonabe chader meye
chetonay teshona fotabe go...
amay bhalo lagbe tor

Bole boluk shobai mile gan bhalobashar
basha khanii bashi amra tobu shopno buni gane
obak chokhe shudhui bhalobashi

Ekdin tor kotha shunbe nodi
nijer bole chinbi nijer bole chinbi shob gan
shurjo banabe megh fotabe ful
tarara joro korbe ghum...

ততক্ষনে

ততক্ষনে বৃষ্টি যেন
প্রথম ভোর
ততক্ষনে ধৈর্য যেন পাথর
বাটী
ততক্ষনে আগুন যেন বরফ
বাগান
ততক্ষনে বাজল ভেপু অনেক
বারই
ততক্ষনে এগিয়ে গেছে
লম্বা লাইন
ততক্ষনে জুরিয়ে যাও
লোকোগাথা
ততক্ষনে উড়ে যাওয়ার
প্রস্তুতিতে, কখন যেন
নিজের হাতে তৈরি খাঁচা
ততক্ষনে আর পাঁচটা নতুন
ছবি
ততক্ষনে বিজ্ঞাপনে
নতুন মুখ
ততক্ষনে ব্যাস্ত মোড়ে
অসহ্য জ্যাম
ততক্ষনে সুরের আগে
প্রিয় গায়ক

ততক্ষনে দুই পা দুটো
জমির ওপর
ততক্ষনে বদলে গেছে
সমীকরণ

ততক্ষনে সময় যেন আগুন
দামে, উলটে গেছে চাহিদা
আর চাওয়ার ধরন
ততক্ষনে জ্্বর নেমেছে
কড়া অসুখ
ততক্ষনে নতুন করে পড়তে
শেখা
ততক্ষনে আসার সময়
পেরিয়ে গেলে, অপেক্ষাতে
কত গভীর গল্প লেখা
ততক্ষনে মৌনমিছিল
উত্তেজিত
ততক্ষনে পঞ্জিকাতে
নতুন তিথি

হঠাৎ কোন অতিত যেন
ভস্মীভূত, জল কামান আর
পলিশথিত পরিস্থিতি
ততক্ষনে হিসেব যেন
পাপের মতন,
ততক্ষনে কান্না যেন
পুরনো দিন
ততক্ষনে হাঁটছ তুমি,
হাঁটছ তুমি হাঁটছ
ততক্ষনে পেরিয়ে সব
জেব্রা ক্রসিং
ততক্ষনে পেরিয়ে সব
জেব্রা ক্রসিং
ততক্ষনে পেরিয়ে সব
জেব্রা ক্রসিং

আমার আকাশে বৃষ্টি

সকাল হতে আমার আকাশে
বৃষ্টি
মিষ্টি হাঁসি কোথায়
পাবো বল
চোখের জলে ঝাপসা হচ্ছে
দৃষ্টি
আমাকে তোমার সঙ্গে নিয়ে
চল
চাঁদের আলোয় ভেজা জোনাক
আমার স্বপ্ন করেছে চুরি

চাঁদ এর সিড়ি

চাঁদ এর সিড়ি বেয়ে
রুপকথা নেমেছে
রাস্তায়।

তোর কথা ধুলোর সাথে
মেখে
রঙিন করেছে সন্ধ্যা।

তোর আকাশে তারার আবির
রঙ ছড়াবে তাই আবার, আগের
মত।

আমি যাব সাত সমুদ্র
পেরিয়ে।

তোকে ভেবে ভেবে,
ভোর হবে রাত,
রাত হবে ভোর।

তোর চোখ ছুয়ে যাবে
বৃস্টি।

সাতরে যাবে মেঘ রঙিন
ওড়না পড়ে
আকাশের জালে,
সোনাঝুরি কচি পাতায়
সুর্য্যিডোবা
ছবি একে নেবে।

ধার করে তোর লেখাঝোকার
খাতা
নতুন পায়ে সুরের দেশে
যায়।
কথাসুতোয় সুরের মালা
গেথে
দুজন মিলে গাই।

তোকে ভেবে ভেবে,
ভোর হবে রাত,
রাত হবে ভোর।

চিঠি পাঠাও

মেঘের নীচে চাঁদোয়া নীল
মফঃস্বল
মেঘের নীচে হেসেল ঠেলে
বিষণ্ণতা
তুমি কি আর মেঘের কাছে
চিঠি পাঠাও
আগের মতো ভিজিয়ে নাও
চোখের পাতা(২)

শালের বন ছুঁলো যেমন কত
আকাশ
সাঁকোর পাশে ভিজছে জলে
বসতবাটি
প্রতিটি বুক দূরত্বকে
ছুঁয়ে নেবে
প্রতিটি চোখ ছুঁয়ে নেবে
শীতল পাটি

শীতলপাটি চিনেছে রাত
চিরকাঙাল
চির কাঙাল স্নেহের মতো
একটু দিন(২)
ভেঙেছে কতো নষ্ট ঢেউ
উন্মাদের

কতো না মেঘ মেঘের কাছে
বেড়েছে ঋণ
এসব ঋণ ভুলে যাওয়ার পথ
কোথায়
এসব ঋণ মুছে দেবার
অন্ধকার
ঘুমন্ত কে প্রতিদানের
চিহ্ন দাও
আরো আঘাত সকল নিয়ে
বেঁচে থাকার

মেঘের নীচে চাঁদোয়া নীল
মফঃস্বল
মেঘের নীচে হেসেল ঠেলে
বিষণ্ণতা
তুমি আবার মেঘের কাছে
চিঠি পাঠাও
ভিজে পাগল ভিজুক আবার
চোখের পাতা(২)

জল পড়ে পাতা নড়ে

স স স স স
সকালে বিকেলে উঠে রোজ
অকালে
গোলে মালে ফাঁক তালে
বাসে ঝুলে বেহালে
আজ নেই, কাল নেই মাল নেই
ঘুরে ঘুরে গাল দেই
আকাশে বাতাসে
মুখখানা ফ্যাকাশে
তাই বুঝি একা সে
মনে মনে ভাবে সে
সকালে বিকালে অকালে
তালে তালে
বাসে ঝুলে বেহালে
ঘুর ঘুর ফুর ফুর
নাকে হাওয়া সুর সুর
লাগিয়ে বাগিয়ে
লোকজন রাগিয়ে
টিকাটুলি বাড্ডায়
অলিগলি আড্ডায়
বকাবে ঠকাবে
শুধু দিয়ে চা খাবে
রোজ রোজ খোঁজ খোঁজ
যে বোঝার সেই বোঝ

ডিম পোচ
পুলিশের শিরে টুপি
ছোট ছোট পিস্তল
ভোর হয়ে গেলে ছাত্রসমাজ
ময়দানে ফুটবল।

ক্রিকরোতে দারোয়ান,

চার ওয়ান (1111) লেখা টুলে
বেন্টিঙ্ক স্ট্রিটে
পেইন্টিং থাকে
স্যাঁতস্যাঁতে দেওয়াল
জুড়ে ।
চোখে চোখে বদলে যায় ছবি
চোখে চোখে দৃষ্টি বসত
করে
চোখের কোণে কালি আসছে
বেয়ে

জল পড়ে পাতা নড়ে
চোখে চোখে বদলে যায় ছবি

চোখে চোখে দৃষ্টি বসত
করে
চোখের কোণে কালি আসছে
বেয়ে
জল পড়ে পাতা নড়ে
স স স স স
সকালে বিকেলে উঠে রোজ
অকালে
গোলে মালে ফাঁক তালে
বাসে ঝুলে বেহালে
আজ নেই, কাল নেই মাল নেই
ঘুরে ঘুরে গাল দেই
আকাশে বাতাসে
মুখখানা ফ্যাকাশে
তাই বুঝি একা সে
মনে মনে ভাবে সে
সকালে বিকালে অকালে
তালে তালে
বাসে ঝুলে বেহালে
ঘুর ঘুর ফুর ফুর
নাকে হাওয়া সুর সুর
লাগিয়ে বাগিয়ে
লোকজন রাগিয়ে
টিকাটুলি বাড্ডায়
অলিগলি আড্ডায়
বকাবে ঠকাবে
শুধু দিয়ে চা খাবে
রোজ রোজ খোঁজ খোঁজ
যে বোঝার সেই বোঝ
ডিম পোচ
কল ক্যাব নীল নীল,
কুচকুচে কালো কাক
হাতের লক্ষী পায়ে পায়ে
বাড়ে, দশটার পরে ট্রাক
বেড়া লেনদেন কমিটি,
মিটিমিটি জ্বলে
শুকতারা
এইখানে মধু এক পিস চায়ে,
কড়া জিঞ্জার মারা ।
চোখে চোখে বদলে যায় ছবি
চোখে চোখে দৃষ্টি বসত
করে
চোখের কোলে কালি আসছে
বেয়ে
জল পড়ে পাতা নড়ে।।
চোখে চোখে বদলে যায় ছবি
চোখে চোখে দৃষ্টি বসত
করে
চোখের কোলে কালি আসছে
বেয়ে
জল পড়ে পাতা নড়ে ।।

বিড়ি

হাত থেকে বিড়ি পড়ে
যায়
পৃথিবীকে ঘেরা নীল
কাঁচটার দিকে তাকিয়ে
ঠোঁট থেকে চুমু ঝরে
যায়
নিঃস্তব্ধ
নিঃস্তব্ধতার আলো
ছায়া চাঁদ
আর শালবণের ঝরঝর অরণ্যে

আমাদের দুজনের অপলক
বিস্ময়
শিহরণে কাঁপে নির্ঝুম
সন্ধ্যায়
কাঁচ ভেদ করে উঠে
যাওয়া শালের পাতায়
ঝিকিমিকি করে স্বপ্নের
দেশের তারায়

হোক কলরব

হোক কলরব ফুলগুলো সব
লাল না হয়ে নীল হলো
ক্যান
অসম্ভবে কখন কবে
মেঘের সাথে মিল হলো
ক্যান

হোক অযথা এসব কথা
তাল না হয়ে তিল হলো
ক্যান
কূয়োর তলে ভীষণ জলে
খাল না হয়ে ঝিল হলো
ক্যান

ধুত্তরি ছাই মাছগুলো
তাই
ফুল না হয়ে চিল হলো
ক্যান
হোক কলরব ফুলগুলো সব
লাল না হয়ে নীল হলো
ক্যান

তুই কি জানিসনা

তুই কি জানিসনা তোর
জন্য কান্না
ভোরের ঘাসের ঠোটে শিশির
হয়ে ছুটে,
জানিস না কি তুই ঠিক
যখনই ছুই
তোর চোখের পাতা চুল
অমনি ফুটে ফুল অমনি
ফুটে ফুল (২)
তুই নেই বলে পাতা গুলো
সব ফাকা
তুই নেই বলে মন শুধু করে
খাখা (৩)
তুই নেই বলে একলা শালিক
ডাকে
তুই নেই বলে মধু নেই
মৌচাকে
তুই নেই তাই মেঘ কাদে হয়
জল
তুই আসবি আসবিটা কবে বল?
তুই কাছে নেই তাই
বিছ্ছিরি লাগে রাত
বিচ্ছিরি লাগে দিন
বিচ্ছিরি লাগে সাধ,
বিচ্ছিরি লাগে দিন (২)
তবু তুই রয়েছিস বলে, তবু
তুই রয়েছিস বলে
ঘাসফুলে জল দোলে(৩)
তবু তুই রয়েছিস তাই
তারাদের রোস নাই
তবু তুই রয়েছিস জানি
স্বপ্নের হাতছানি (২)
সুরে দূর থেকে ডাকে
মেঠো রাস্তার বাকে
তুই রয়েছিস তাই ওদের
সাথে যাই…
তুই কি জানিসনা তোর
জন্য কান্না
ভোরের ঘাসের ঠোটে শিশির
হয়ে ছুটে,
জানিস না কি তুই ঠিক
যখনই ছুই
তোর চোখের পাতা চুল
অমনি ফুটে ফুল অমনি
ফুটে ফুল

 ঘুম গাড়ি

চার পায়ার ওই ঘুমের
গাড়ি
আসমান ভরা জোছনার তরী
পাল ভিড়াইয়্যা উঠানে
মোর
সাদা জোছনার চাদর পরি (২)

শুইয়্যা একজন আজ দিবে
পাড়ী
রাইখা স্বাদের বসত বাড়ী
(২)
স্বাধের সংসার পিছে
থুইয়্যা
আজ দেবে পাড়ী (২)
চার পায়ার ওই ঘুমের
গাড়ি
আসমান ভরা জোছনার তরী
পাল ভিড়াইয়্যা উঠানে
মোর
সাদা জোছনার চাদর পরি

ঘুম গাড়ি তোর যায়রে
চইলা
আট পায়েতে কইরা ভর
আট কুঠুরী নয় দরজা
বন্ধ হইল চিরতর (২)

জমিন আছে ছাদ যে তাহার
নাই
সাড়ে তিন হাত কইরা
মাটির ঠাই (২)
প্রাসাদ ছাইড়া কেমনে
শুইলা মাটির ঘুম ঘরে
হায় রে
প্রাসাদ ছাইড়া কেমনে
শুইলা মাটির ঘুম ঘরে

চার পায়ার ওই ঘুমের
গাড়ি
আসমান ভরা জোছনার তরী
পাল ভিড়াইয়্যা উঠানে
মোর
সাদা জোছনার চাদর পরি (২)

চাই

একটা একটা এলোমেলো পায়ে
একটু একটু তোমার কাছেই
যাওয়া
একটা দুটো অচেনা কথার
মোড়ে
একটু একটু তোমায় খুজেই
পাওয়া

মেঘের থেকে আকাশ ছোঁয়া
মেঘ করে সব চুরি
চাঁদ পোড়ানো রাত জাগার
আড়ষ্ট নাই
ভাবছি যত উজার করে
দিচ্ছি আমার সব
আসলে এসব তোমার কাছেই
চাই

একটা একটা ঘুম ভাংগানোর
ছলে
একটু একটু স্বপ্ন দেখে
সারা
একটা দুটো বায়না বাকি
রেখে
একটু একটু নিজের কাছেই
হারা


মুখোশের আড়ালে

ইট-কাঠ পাথরের মুখোশের
আড়ালে, আড়ালে,
বাধা ছিল মন কিছু
স্বার্থের
মায়াজালে, মায়াজালে।

কংক্রিট চার দেয়ালের
বেহিসেবি খেয়ালের,
দেয়ালের, দেয়ালের।

ইট-কাঠ পাথরের মুখোশের
আড়ালে, আড়ালে,
বাধা ছিল মন কিছু
স্বার্থের
মায়াজালে, মায়াজালে।

অচেনা পথের প্রতি
বাঁকে,
হাজার মানুষ মিলে
স্বপ্ন আঁকে।

বিশ্বাসে অন্যের হাতে
হাত রাখে,
স্বপ্ন আঁকে।
ইট-কাঠ পাথরের মুখোশের
আড়ালে, আড়ালে,
বাধা ছিল মন কিছু
স্বার্থের
মায়াজালে, মায়াজালে।

ধুসর মেঘ

ধুসর মেঘ,
জমানো আকাশ
অতিক্রান্ত পথ খুব
অচেনা
শালিকের পিঠে, বয়ে আনা
দুঃখ তারাদের থেকে কেনা

ধুসর মেঘ, জমানো আকাশ
অতিক্রান্ত পথ খুব
অচেনা
শালিকের পিঠে বয়ে আনা
দুঃখ তারাদের থেকে কেনা

দীপগুলো দুরান্তে
জ্বলে
জোনাকিরা অভিমানে কালো
এ শুন্য নিয়ন কথা বলে
আঁধারেরা তার চেয়ে ভাল

দিপগুলো দুরান্তে
জ্বলে
জোনাকিরা অভিমানে কালো
এ শুন্য নিয়ন কথা বলে
আঁধারেরা তার চেয়ে ভাল

ধুসর মেঘ জমানো আকাশ
শহরের কাঁধে সন্ধ্যার
ভর
আদরে হাসে ছোট ছোট কাশ
ধুলো ওঠে বাতাসে অতঃপর

ধুসর মেঘ... তারাদের থেকে
কেনা

লুকিয়ে

শীতের সন্ধ্যায়
আমার তোমার কি কোথাও
হারিয়ে যাওয়ার কথা
তারার নিচে
বাতাস বয়ে যায়
আমার তোমার কি কোথাও
লুকিয়ে থাকার কথা

সময় কি আমাদের সপ্ন
দেখাবে
নাকি নিয়ে যাবে আরো
দূরে
চল ভাবি এই আশায় একসাথে
হাত ধরে
সেই রোদ জ্বলা মিষ্টি
শীতে ভোরের বিকেলে

আমার তোমার কি কোথাও
হারিয়ে যাওয়ার কথা
আমার তোমার কি কোথাও
লুকিয়ে থাকার কথা
এতো কিছু কি আমাদের আজ
হওয়ার কথা
ভাবছি যা সময় তা নিয়ে
যায় অযথা

আমার হারিয়ে যাওয়া

আমার হারিয়ে যাওয়া
তুমুল কালো মেঘ
তোর হারিয়ে যাওয়া কাশের
বনে
আমার পাট হয়েছে চুলের
সিঁথি আর শার্ট
তোর ঝাট পরেনি দুদিন
ঘরের কোনে
আমার সময় হলো অন্তবিহিন
পথ
তোর সময় হলো নিরব
যন্ত্রনা
আমার একেলা, একেলা কেবল
লাগে
তোকে ভীড় করেছে
বিচ্ছিরি মন্ত্রনা।
আমার হারিয়ে যাওয়া
তুমুল কালো মেঘ
তোর হারিয়ে যাওয়া কাশের
বনে।

New Post

Mele chaliyan

Mele chaliyan te leke aave chudiyan - 2 vich bava vich hon channa puriyan - 2 hoye ke leja mera guth milke - 2 Ho mele chaliy...

Popular Posts