Sunday, 10 December 2017

সেদিন দুজনে দুলেছিনু (Sedin Dujone Dulechino)

সেদিন দুজনে দুলেছিনু বনে, ফুলডোরে বাঁধা ঝুলনা। সেই স্মৃতিটুকু কভু খনে খনে যেন জাগে মনে, ভুলো না ॥ সেদিন বাতাসে ছিল তুমি জানো-- আমারি মনের প্রলাপ জড়ানো, আকাশে আকাশে আছিল ছড়ানো তোমার হাসির তুলনা ॥ যেতে যেতে পথে পূর্ণিমারাতে চাঁদ উঠেছিল গগনে। দেখা হয়েছিল তোমাতে আমাতে কী জানি কী মহা লগনে। এখন আমার বেলা নাহি আর, বহিব একাকী বিরহের ভার-- বাঁধিনু যে রাখী পরানে তোমার সে রাখী খুলো না, খুলো না ॥

No comments:

Post a Comment

New Post

Mele chaliyan

Mele chaliyan te leke aave chudiyan - 2 vich bava vich hon channa puriyan - 2 hoye ke leja mera guth milke - 2 Ho mele chaliy...

Popular Posts