সেদিন দুজনে দুলেছিনু
বনে, ফুলডোরে বাঁধা
ঝুলনা।
সেই স্মৃতিটুকু কভু খনে
খনে যেন জাগে মনে,
ভুলো না ॥
সেদিন বাতাসে ছিল
তুমি জানো-- আমারি
মনের প্রলাপ জড়ানো,
আকাশে আকাশে আছিল
ছড়ানো তোমার হাসির
তুলনা ॥
যেতে যেতে পথে
পূর্ণিমারাতে চাঁদ
উঠেছিল গগনে।
দেখা হয়েছিল
তোমাতে আমাতে কী
জানি কী মহা লগনে।
এখন আমার বেলা নাহি আর, বহিব একাকী বিরহের
ভার--
বাঁধিনু যে রাখী
পরানে তোমার সে রাখী
খুলো না, খুলো না ॥
Subscribe to:
Post Comments (Atom)
New Post
Mele chaliyan
Mele chaliyan te leke aave chudiyan - 2 vich bava vich hon channa puriyan - 2 hoye ke leja mera guth milke - 2 Ho mele chaliy...
Popular Posts
-
চল বলে ফেলি কত কথাকলি জন্মেছে বলতে তোমায় তোমাকে চাই।। ঝলসানো রাতের এ পোড়া বরাতে তুমি আমার অন্ধকার আর রোশনাই।। কার্নিশে আলতা...
-
মাফিয়া মিডিয়া, রাজা ধিরাজ পা চাটছে সুশিল সমাজ... প্রেত আত্মার পেটেন্ট নেওয়া পচা কবর, ভুল খবর, পবিত্র ভোর... মাফিয়া মিডিয়া, রাজা ধিরাজ প...
-
এখন দৃষ্টি অবরুদ্ধ নয় এখন ঠান্ডা মহাযুদ্ধ নয় এখন দৃষ্টি অবরুদ্ধ নয় এখন ঠান্ডা মহাযুদ্ধ নয় বেলাগাম পৃথিবী কে দিলাম ছুটি আমি শেকলে বেঁধে ...
No comments:
Post a Comment